Posts

Daily Current Affairs 9 March 2022 Best World

  কারেন্ট এফেয়ার্স 9 th Feb, 2022   1. সম্প্রতি ভারতীয় ইনভেস্টরদের ভিসা 90 দিনের ভিসা ফ্রি এন্ট্রি চালু করলো কোন দেশ ? - মালদ্বীপ ভারতীয়দের টুরিস্টদের জন্যে মালদ্বীপ ভিসা অন আরাইভাল সুবিধা প্রদান করে থাকে।   2. পাওয়ারথন 2022 এর উদ্ভোধন কে করেন ? - কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী R K Shing এবং অন্যান্য অফিসিয়ালরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করেন।   3. সম্প্রতি সাইক্লোন 'Batsiari' কোন দেশকে আঘাত করেছে ? - মাদাগস্কার   4. সম্প্রতি প্রয়াত হন খেলোয়ার এবং অভিনেতা শ্রী প্রবীণ কুমার। তিনি বিখ্যাত কেন ছিলেন ? - 1966 এবং 1970 এসিয়ান গেমসে ডিসকাস থ্রো ইভেন্টে পরপর দুইবার সোনার মেডেল জয়ের পাশাপাশি মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করার জন্য তিনি বিখ্যাত ছিলেন।   5. 2021-22 অর্থবর্ষের প্রথম তিন ত্রিমার্ষিকের মোট পরিনামে কোন সেক্টরের রপ্তানি প্রায় 73% বৃদ্ধি পেয়েছে ? - ট্রাক্টর রপ্তানিতে। ভারতের রপ্তানিকৃত ট্রাক্ট্রর এর সবথেকে বড়ো ক্রেতা USA ।     6. OECM স্

jjdhgfgf

  jfregreu

August Month Current Affairs Pdf 2020

আজ August 2020 Monthly Current Affairs in Bengali PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে আগস্ট ২০২০ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি লিপিবদ্ধ রয়েছে৷ আপনারা জানেনই বর্তমানে চাকরীর পরীক্ষা যেমন- RRb Group D, NTPC, WBP Constable, WBCS সমস্ত পরীক্ষাতেই Current Affairs একটি বিষয়ে পরিনত হয়েছে ৷ তাই দেরী না করে August 2020 Bengali Current Affairs পিডিএফটি ডাউনলোড করে নিন বিনামূল্যে৷ File Details: File Name:August 2020 Current Affairs  File Format: PDF No. of Pages: 24 Credit: Swapno.in File Size:5.70 MB Click to Download

বিভিন্ন রাজার মন্ত্রীদের নামের তালিকা

ভারতের ইতিহাস থেকে  বিভিন্ন রাজার মন্ত্রীদের নামের তালিকাটি আজ শেয়ার করলাম| চাকরীর পরীক্ষায় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়| আর বিভিন্ন রাজার মন্ত্রী তালিকাটি পড়ে রাখলে একটি মার্কস আপনাকে হাতছাড়া করতে হবে না| আমাদের সাইটে History Bengali Book PDF-ও পেয়ে যাবেন| রাজার নাম মন্ত্রীর নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত বীরসেন বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ হরিহর সায়নাচার্য মুহম্মদ শাহ মেহমুদ গাওয়ান আলেকজান্ডার সেলুকাস ঔরঙ্গজেব শায়েস্তা খাঁ নাগদশক শিশুনাগ দেবপাল দর্ভপানি বুক্কা মাধব বিদারন্য চন্দ্রগুপ্ত মৌর্য চানক্য মহম্মদ আদিল শাহ হিমু পেশোয়া মাধবরাও নানা ফরনবীশ

বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা

ইতিহাস থেকে  বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা টি আজ উপস্থাপন করলাম| ভারতে শাসনকারী বিভিন্ন ঐতিহাসিক রাজা বা সুলতানের সেনাপতি থাকত, আর তাদেরই নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে| যদি প্রশ্ন আসে- আকবরের সেনাপতির নাম কী? মীরজাফর কার সেনাপতি ছিলেন?- তাহলে আপনি সহজেই এর উত্তর দিয়ে আসতে পারবেন| ঐতিহাসিক রাজা ও তার সেনাপতি রাজার নাম সেনাপতির নাম ধর্মপাল গর্গ আলাউদ্দিন খিলজি মালিক কাফুর মহম্মদ ঘোরী বখতিয়ার খিলজি আকবর  মানসিংহ শেরশাহ ব্রহ্মজিৎ গৌড় হুসেন শাহ  পরাগল খান জাহাঙ্গীর মহবৎ খান সিরাজদ্দৌলা মীরজাফর ঔরঙ্গজেব মীরজুমলা বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ

বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা

আজ  বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতাদের নামের তালিকা প্রকাশ করছি| মূল রামায়নকে সকল ভাষাভাষী মানুষের বোধগম্য করে তোলার জন্য বিভিন্ন ভাষার লেখকগণ রামায়নকে নিজস্ব ভাষায় অনুবাদ করেছেন| আর এখানে সেই সমস্ত লেখকদের তালিকা দেওয়া হলো| পরীক্ষাতেও এই বিষয়ে প্রশ্ন আসে, যেমন- হিন্দি ভাষায় রামায়ন কে লিখেছেন? অসমীয়া ভাষায় রামায়নের রচনাকার কে? সুতরাং, এই সমস্ত প্রশ্নের মুখোমুখী হতে এই তালিকাটি পড়ে নেওয়া বাঞ্ছনীয় বলে আমরা মনে করি| রামায়নের ভাষা রচয়িতা বাংলা রামায়ন কৃত্তিবাস ওঝা হিন্দি রামায়ন তুলসী দাস সংস্কৃত রামায়ন বাল্মীকি ওড়িয়া রামায়ন বলরাম দাস অসমীয়া রামায়ন মাধব কন্ডালি মারাঠী রামায়ন ভাবার্থ তেলেগু রামায়ন রঙ্গনাথ কন্নড় রামায়ন পম্পা তামিল রামায়ন কম্ব

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা PDF

আজ  ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা PDF টি আপনাদের দিচ্ছি| ভারতের মোট ২৮টি অঙ্গ রাজ্য এবং মোট ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল | সুতরাং নিম্নে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির রাজধানীর নাম তালিকার মাধ্যমে তুলে ধরা হলো:- ভারতের অঙ্গরাজ্যের রাজধানী রাজ্যের নাম রাজধানী অন্ধ্রপ্রদেশ অমরাবতী অরুনাচল প্রদেশ ইটানগর আসাম দিসপুর বিহার পাটনা ছত্তিশগড় রায়পুর গোয়া পানাজি গুজরাট গান্ধীনগর হরিয়ানা চন্ডিগড় হিমাচল প্রদেশ শিমলা ঝাড়খন্ড রাঁচি কর্নাটক  বেঙ্গালুরু কেরালা তিরুবন্তপুরম মধ্যপ্রদেশ ভোপাল মহারাষ্ট্র মুম্বাই মনিপুর ইম্ফল মেঘালয় শিলং মিজোরাম আইজল নাগাল্যান্ড কোহিমা ওড়িশা ভুবনেশ্বর পাঞ্জাব চন্ডিগড় রাজস্থান জয়পুর সিকিম গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই তেলেঙ্গানা হায়দ্রাবাদ ত্রিপুরা আগরতলা উত্তরপ্রদেশ লক্ষ্ণৌ উত্তরাখণ্ড দেরাদুন, Gairsain  পশ্চিমবঙ্গ কলকাতা ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলের রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী আন্দামান ও নিকোবর পোর্ট ব্লেয়ার চন্ডিগড় চন্ডিগড় দাদরা ও নগর হাভেলী, দমন ও দিউ দমন জম্মু-কাশ্মীর জম্মু শ্রীনগর লাদাখ লে ল

বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF

বিজ্ঞানের অংশ হিসাবে  বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF টি  আপনাদের দিচ্ছি| বিভিন্ন পরীক্ষাতে অ্যাসিডের অধ্যায় থেকে প্রশ্ন আসে| যেমন- ভিনিগারে কোন অ্যাসিড থাকে? পিপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়? ইত্যাদী| সুতরাং, নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে রাখতে পারেন| অ্যাসিডের নাম উৎস সাইট্রিক অ্যাসিড আঙুর, কমলা লেবু টারটারিক অ্যাসিড তেঁতুল অক্সালিক অ্যাসিড টমেটো ট্যানিক অ্যাসিড চা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার অ্যাসকরবিক অ্যাসিড আমলকি ল্যাকটিক অ্যাসিড দই ফরমিক অ্যাসিড পিপড়ে,মৌমাছি স্টিয়ারিক অ্যাসিড সাবান ম্যালিক অ্যাসিড আপেল স্টিয়ারিক অ্যাসিড সাবান File Details: File Name:অ্যাসিড ও তার উৎস  File Format: PDF Credit: Swapno.in No. of Pages: 1 File Size:232 KB Click to Download

বিভিন্ন রাজবংশের সরকারী ভাষা তালিকা PDF-ভারতের ইতিহাস

ভারতের ইতিহাস থেকে  বিভিন্ন রাজবংশের সরকারী ভাষা তালিকা PDF টি আপনাদের প্রদান করছি| WBCS সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে| যেমন- মোঘল আমলে সরকারী ভাষা কী ছিল? মৌর্য সাম্রাজ্যের সরকারী ভাষা কী ছিল? সুতরাং এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে ঐতিহাসিক সাম্রাজ্যের সরকারী ভাষা গুলি জেনে নিন| রাজবংশ সরকারী ভাষা গুপ্ত সংস্কৃত চোল তামিল চম্পা সংস্কৃত চালুক্য তেলেগু পল্লব প্রাকৃত বিজয়নগর তেলেগু মৌর্য প্রাকৃত মোঘল ফার্সি শাক্য পালি রাষ্ট্রকুট কন্নড় সুলতানি ফার্সি সাতবহন প্রাকৃত সঙ্গম তামিল/ব্রাহ্মী File Details: File Name:বিভিন্ন রাজবংশের সরকারী ভাষা  File Format: PDF No. of Pages:1 Credit: Swapno.in File Size:254KB Click to Download

বিখ্যাত ব্যক্তি ও তাদের গুরু তালিকা PDF

ইতিহাস থেকে  বিখ্যাত ব্যক্তি ও তাদের গুরু তালিকা PDF টি আজ আপনাদের দিচ্ছি| এটিতে ঐতিহাসিক অতিপরিচিত ব্যক্তিগনের শিক্ষাগুরু, দীক্ষাগুরু ও রাজনৈতিক গুরুর নাম গুলি তালিকাকারে দেওয়া হয়েছে সুন্দরভাবে|পরীক্ষায় প্রশ্ন আসে, চৈতন্যদেবের গুরুর নাম কী? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অশোকের দীক্ষা গুরুর নাম কী? তাই ব্যক্তি ও গুরুর নাম গুলি এখান থেকে পড়ে নিন এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে| ব্যক্তির নাম গুরুর নাম প্রকৃতি অশোক উপগুপ্ত দীক্ষাগুরু শিবাজী রামদাস দীক্ষাগুরু বল্লাল সেন অনিরুদ্ধ ভট্ট দীক্ষাগুরু শ্রীচৈতন্যদেব কেশব ভারতী দীক্ষাগুরু রামকৃষ্ণ মাতা ভৈরবী দীক্ষাগুরু মহাবীর গোসাল দীক্ষাগুরু অরবিন্দ ঘোষ ঠাকুর সাহেব দীক্ষাগুরু সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস রাজনৈতিক গুরু ক্ষুদিরাম বসু সত্যেন বসু রাজনৈতিক গুরু প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেন রাজনৈতিক গুরু গান্ধীজি গোপালকৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু বি. আর. আম্বেদকর জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে রাজনৈতিক গুরু কবির রামানন্দ শিক্ষা গুরু তানসেন স্বামী হরিদাস সঙ্গীত গুরু বাল গঙ্গাধর তিলক শিশির কুমার ঘোষ রাজনৈতিক