Geography GK Suggestion (Part-2)

1.বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?
উ:  এনিমোমিটার 

2. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উঃ স্ট্র্যাটোকিউমুলাস।

3. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?
উঃ আসাম।

8. কোন্ প্রনালীর মধ্যদিয়ে আন্তর্জাতিক তারিক রেখা কল্পনা করা হয়েছে?
উঃ বেরিং প্রনালি।

5. লুনী গতিপথ কোথায় শেষ হয়েছে?
উঃ কচ্ছের রণে।

6. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উঃ কুঞ্চিকুল (কর্ণাটকা)।

7. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?
উঃ নরওয়ে।

8. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবনাক্ত?
উঃ সম্বর।

9. সাইকোমিটার কি?
উঃ আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।

10. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির?
উঃ হিন্দুকুশ।

11. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি?
উঃ বক্সাদুয়ার।

12. ভারতের একটি পোল্ডার ভূমি অঞ্চলের নাম কী?
উঃ সুন্দরবন।

13. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উঃ মায়ানমার।।

14. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?

উঃ গুজরাট।

15.কোন গ্রহটিকে বামন গ্রহ বলা হয়?
উ:  Pluto 

১6. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ লিওপারগেল।

17. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
উঃ পি১৫।

18. ভারতের কোন মশলা সবচেয়ে দামী?

উঃ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।

19. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
উ:  সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ 

20.পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
উ:  পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র 

21. সবচেয়ে ছোট গ্রহের নাম কি?
উ:  বুধ 

22. সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি?
উ:  সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম শুক্র 

23. জাপানের সহায়তায় পাইথন হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পটি সম্পন্ন হয়েছে কোন নদীতে?
উ:  গোদাবরী 

24. পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়িকে কি বলে ?
উ:  নক্ষত্র বালিয়াড়ি 

25. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উঃ ল্যাডোগা।

26. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী?
উঃ ভ্যান গোলু (তুরস্ক)।

2৭. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?
উঃ হিডা পর্বত।

2৮. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?
উঃ ওপেল।

2৯. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?
উঃ কলকাতা।

3০. মেক্সিকোর মায়া হ্রদ কি নামে পরিচিত?
উঃ বোলসন।

31. ড্রামলিন দেখতে কেমন ?
উ:  উল্টানো নৌকার মত  

32. কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে ?
উ:  নাইট্রোজেন 

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292