Geography GK Suggestion (Part-2)

১। কবে গান্ধিজীকে বাপু অভিধা দেওয়া হয়?
 উঃ ১৯১৭  সালে চম্পারণ সত্যাগ্রহের সময় 

2।  খিলাফৎ দিবস- উদযাপিত হয় কবে ?
 উঃ (১৯১৯এর ১৭ই অক্টোবর) 

3। কোন ভারতীয় জালিয়ানওলাবাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে বড়লাটের আইন পরিষদ থেকে ইস্থাফা দেন ?
 উঃ শংকর নায়ার 

4। ভারতীয় নবজাগরনের অগ্রদূত-কাকে বলা হয় ?
 উঃ  রামমোহন রায়কে ।

5। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ-বলা হয়?
 উঃ  রামমোহন রায়কে

6। রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন ?
 উঃ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর (রাজা উপাধি নিয়ে ইংল্যান্ডে গমন করেন রামমোহন রায় )।

7।  তুহফাৎ-ই মুয়াহিদিন-এর প্রনেতা কে?
 উঃ  রামমোহন রায় ( এটি ছিল পুস্তিকা ১৮০৩ সালে প্রকাশিত হয় ফারসী ভাষায়)।

8।  সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে?
 উঃ  ১৮২৯ ( ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের উদ্যেগে লর্ড উইলিয়াম বেন্টিং এই অমানবিক প্রথা নিষিদ্ধ করেন XVII Regulation আইন দ্বারা

9। মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন কে?
 উঃ উধম সিং (১৯৪০ সালে)

10। ICS পরীক্ষায় প্রথম কোন ভারতীয় পাশ করেন?
 উঃ  সত্যেন্দ্রনাথ ঠাকুর

11। জালিয়ানওলাবাগ পার্ক টি কে তৈরী করেন?
উঃ মহারাজা রনজিৎ সিং 

12। ফেডারেশন হলের ভিওি প্রস্থর কার সভাপতিত্বে হয়?
উঃ আনন্দমোহন বসু ( এটাকে মিলন মন্দিরও বলে) 

13। বাল গঙ্গাধর তিলককে  ভারতের হীরে বলে সম্বোধন করেছিলেন কে?
 উঃ গোপাল কৃষ্ণ গোখলে 

14। জালিয়ানওয়ালাবাগে সরকারি হিসাবে কত জন লোক মারা যায় ?
উঃ ৩৭৯ জন 

15। ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন?
 উঃ পঞ্চম জর্জ (১৯১১ সালে)

16। Free Hindustan এর সাথে কার নাম বিশেষভাবে যুক্ত?
উঃ তারকনাথ দাস

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292