Geography GK Suggestion (Part-5)

1. বাংলার কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছন ?
উঃ  নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া

2. বাংলার পূর্বদিকে অবস্থিত কোন দেন?
উঃ  বাংলাদেশ ।

3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা কত ?
উঃ  23টি ।

4. পূর্ব ভারতের প্রবেশ দ্বার কাকে বলা হয় ?
উঃ  শিলিগুড়িকে ।

5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার কোনটি ?
 উঃ  ক্যানিং ।

6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় কোন জেলা নামে পরিচিত ?
 উঃ  পুরুলিয়া ।

7. বাংলার ওপর কবে লম্বভাবে সূর্যকিরণ পড়ে ?
 উঃ  21 শে জুন ।

8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন কোন জেলায়অবস্থিন?
উঃ  দক্ষিণ 24 পরগনা ।

9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর কোনটি ?
উঃ  আলিপুর ।

10. Chicken’s Neck কাকে বলা হয় ?
উঃ  উত্তর দিনাজপুরের চোপড়াকে ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292