Science GK Suggestion (Part-2)

প্রশ্ন:  মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায় ?
উত্তর:  ভূপৃষ্ঠে

প্রশ্ন:  নবায়নযোগ্য শক্তির উৎস কোথায় ?
উত্তর:  ফুয়েল সেল

প্রশ্ন:  আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর:  মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

প্রশ্ন:  জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ?
উত্তর:   ফরমালিন

প্রশ্ন:  ঠোটের কোনায় মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তর:   ভিটামিন-বি -২

প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর:  ভিটামিন-কে

প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তর:  ভিটামিন-ই

প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর:  ভিটামিন সি

প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ?
উত্তর:  দুধ

প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী ?
উত্তর:  মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা

প্রশ্ন: গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর:   আয়োডিনের অভাবে

প্রশ্ন: নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উত্তর:  ফুসফুসে

প্রশ্ন: ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি ?
উত্তর:   আমলকী,আমড়া,লেবু,পেয়ারা ও কমলা

প্রশ্ন: কচু শাকে কি বেশি থাকে ?

উত্তর:   লৌহ

প্রশ্ন: কোন GROUP এর রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর:  O GROUP

প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?
উত্তর:  লুইস ব্রাউন (ইংল্যান্ড)

প্রশ্ন: পেসমেকার কে আবিস্কার করেন ?
উত্তর:  জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী, ১৯৫৮ সালে

প্রশ্ন: মেডিসনের জনক কে?
উত্তর:  হিপোক্রেটিস

প্রশ্ন:  মানব দেহের রক্তের পরিমাণ কত?
উত্তর:  ৫-৬ লিটার

প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তর:  আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর:  ভিটামিন A

প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর:  ভিটামিন-বি -১

প্রশ্ন:  বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উত্তর:  ৭৮.০২% 

প্রশ্ন:  বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত?
উত্তর:   ২০.৭১%

প্রশ্ন:  হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
উত্তর:   ২ টি

প্রশ্ন:  উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর:   গ্রাফাইট 

প্রশ্ন:  লেখার চক কী দিয়ে তৈরী ?
উত্তর:   ক্যালসিয়াম কার্বনেট

প্রশ্ন:  কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর:   তামা

প্রশ্ন:  গ্যাভানাইজিং কী ?
উত্তর:   লোহার উপর দস্তার প্রলেপ

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?
উত্তর:  ফিমার

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?
উত্তর:  ত্বক

প্রশ্ন: লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?
উত্তর:  ১২০

প্রশ্ন: শ্বেত কণিকার আয়ুষ্কাল কত দিন ?
উত্তর:  ৫-৬ দিন

প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কত দিন ?
উত্তর:  ১০ দিন

প্রশ্ন:  রক্তের গ্রুপ আবিস্কার করেন কে ?
উত্তর:  ল্যান্ড স্টিনার

প্রশ্ন:  অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর:   লাল করে

প্রশ্ন:  কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর:   ক্লোরোপিক্রিন

প্রশ্ন:  পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর:   ১০৯ টি

প্রশ্ন:  প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কটি ?
উত্তর:   ৯২ টি

প্রশ্ন: নারী/পুরুষ এর মধ্যে কার মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর: পুরুষ মস্তিস্ক

প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?
উত্তর: নিউরন

প্রশ্ন: স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমােজম ?
উত্তর:  X ক্রোমোজম

প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?
উত্তর:  ২৩ জোড়া

প্রশ্ন: জীবের বংশগতির একক কোনটি ?
উত্তর:  জিন

প্রশ্ন:  এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?
উত্তর:  আমাশয়

প্রশ্ন:  AIDS অর্থ কী ?
উত্তর:  Acquired Immune Deficiency Syndrome

প্রশ্ন:  প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কটি ?
উত্তর:   ৭০ টি

প্রশ্ন:  লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর:  নাইট্রাস অক্সাইড

প্রশ্ন: পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তর:  অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

প্রশ্ন:  কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তর:  কালো

প্রশ্ন:  কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর:  ৩ টি

প্রশ্ন:  সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে ?
উত্তর:  বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন:  কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর:  পরিবহন পদ্ধতিতে

প্রশ্ন:  ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উত্তর:   অ্যালুমনিয়াম

প্রশ্ন:  কোন অধাতু বিদুত অপরিবাহী ?
উত্তর:   গ্রাফাইট

প্রশ্ন:  পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর:   নিউট্রন

প্রশ্ন:  পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর:   প্রোটন

প্রশ্ন:  পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর:   ইলেকট্রন

প্রশ্ন:  গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর:  সাদা

প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উত্তর:  যকৃতে

প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উত্তর:  কিডনীতে

প্রশ্ন: মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে ?
উত্তর:  ডিম্বাণু

প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তর:  ৭২ বার

প্রশ্ন:  নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?
উত্তর:  ধমনীর মাধ্যমে

প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
উত্তর:  মেলানিন

প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন?
উত্তর:  ইউলিয়াম হার্ভে

প্রশ্ন: ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:  ৯৮.৪ ডিগ্রী

প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?
উত্তর:  নারীর

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292