Geography GK Suggestion (Part-1)

প্রশ্ন: যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কি বলে? 
উত্তর:  এঁটেল মাটি।

প্রশ্ন: ভারতের অন্তবর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? 
উত্তর:  লিয়াকৎ আলি খান।

প্রশ্ন: মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? 
উত্তর:  ওয়াদি।

প্রশ্ন: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় অঞ্চলে বিধ্বংসী ঝড়কে কি বলা হয় ?
উত্তর:  হ্যারিকেন। 

প্রশ্ন: পরিক্রমনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে? 
উত্তর:  ৩রা জানুয়ারি। | 

প্রশ্ন: বঙ্গোপসাগরে বা আরবসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কি বলে?
উত্তর:  টর্নেডো

প্রশ্ন: পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? 
উত্তর:   হাওয়াই দ্বীপের মৌনালােয়া। 

প্রশ্ন: কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর:  স্ট্যাটোকিউমুলাস মেঘে। 

প্রশ্ন:  আবহবিদরা ঝড়ের মেঘকে কি বলে? 
উত্তর:  কিউমুলোনিম্বাস। 

প্রশ্ন:  ভূমধ্য সাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর:  মালটা দ্বীপ। 

প্রশ্ন:  সকল শাস্ত্রের জননী কোন শাস্ত্রকে বলা হয়?
উত্তর:  ভূগোল শাস্ত্রকে। 

প্রশ্ন: দেশ ভাগের আগে ভারতে কোথায় কোথায় গণভােট হয়েছিল?
উত্তর:  উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও শ্রীহট্ট জেলায়। 

প্রশ্ন: চলমান বালিয়াড়িকে কি বলে? 
উত্তর:  প্রিয়ান।

প্রশ্ন: কাম্পুচিয়ার বর্তমান নাম কি?
উত্তর:  কম্বোডিয়া। 

প্রশ্ন: বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয় ? 
উত্তর:  ২১শে মার্চ। 

প্রশ্ন: কৃষ্ণগিরি কাকে বলে?
উত্তর:  কারাকোরাম পর্বতশ্রেণিকে। 

প্রশ্ন: ভারতের গম ভান্ডার কাকে বলে? 
উত্তর:  শতদ্রু নদীর অববাহিকাকে। 

প্রশ্ন: ভারতের কোথায় প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছিল? 
উত্তর:  কান্ডালায়। | 

প্রশ্ন: ড়িষ্যার করহা উপজাতির পেশা কি?
উত্তর:  সাপখেলা দেখানো। 

প্রশ্ন: বিশ্ব কয়লাখনি দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর:  ৪ঠা মে। 

প্রশ্ন: ভারতের কোন কোন প্রতিবেশী রাষ্ট্রে যেতে গেলে পাসপাের্ট দরকার হয় না?
উত্তর:  নেপাল ও ভুটান। 

প্রশ্ন: ব্রহ্মদেশের প্রধান নদী কোনটি?
উত্তর:  ইরাবতী। 

প্রশ্ন: জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযােগ স্থাপন করেছে?
উত্তর:  শ্রীনগর ও লে। 

প্রশ্ন: মাউন্ট কামেট পর্বত কোন দেশে অবস্থিত?
উত্তর: ভারতে। 

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
উত্তর:  গ্রেট ব্যরিয়ার রিফ।

প্রশ্ন: সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কবে?
উত্তর:  ২২শে ডিসেম্বর। 

প্রশ্ন: কত ডিগ্রি উত্তর বা দক্ষিণ অংশকে সর্বোচ্চ অক্ষাংশ বলা হয়?
উত্তর:   ৯০ ডিগ্রি। 

প্রশ্ন: এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর আছে?
উত্তর:  লোহিত সাগর।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তেলের খনি কোনটি?
উত্তর:  সাফানিয়া। 

প্রশ্ন: কোন পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে?
উত্তর:  নীলগিরি।

প্রশ্ন: গর্জনশীল চল্লিশা কোন গােলার্ধে হয় ?
উত্তর:  দক্ষিণ গোলার্ধে। 

প্রশ্ন: অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে কোন জোয়ার হয়
উত্তর:  ভরা জোয়ার। | 

প্রশ্ন: পৃথিবীর উত্তর গােলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গােলার্ধে | কোন ঋতু?
উত্তর:  বসন্তকাল।

প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কবে সর্বাধিক হয় ?
উত্তর:  ৪ঠা জুলাই। 

প্রশ্ন: সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কবে? 
উত্তর:  ২১শে জুন। 

প্রশ্ন: বড় আন্দামান ও ছোট আন্দামান মাঝে কোন প্রণালী অবস্থিত?
উ: ডানকান প্রণালী

প্রশ্ন: আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উ: গুরুশিখর

প্রশ্ন: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ: হরিশচন্দ্র মুখার্জি

প্রশ্ন: অক্ষাংশ ও দ্রাঘিমার ছেদ বিন্দুর সাহায্যে কি নির্ণয় করা হয়?
উ: কোনো স্থানের অবস্থান

প্রশ্ন: The Ground beneath her feet বইটি কার লেখা?
উ: সলমন রুশদি

প্রশ্ন: কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে? 
উত্তর:  বেরিং প্রণালী। 

প্রশ্ন: গ্র্যান্ড জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
উত্তর:  ল্যাব্রাডর। 

প্রশ্ন: পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয় ?
উত্তর:  মস্কোকে। 

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292