Science GK Suggestion (Part-6)

1. GST-র পুরো নাম কী ?
উঃ  Goods and Services Tax (বাংলায়- পণ্য ও পরিষেবা কর)

2. কে প্রথম পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করেন ?
উঃ  বোর

3. পাখিদের মুখ্য রেচন পদার্থ কী ?
উঃ   ইউরিক অ্যাসিড

4. ওয়াটার গ্যাস কোন দুই গ্যাসের মিশ্রণ ?
উঃ  কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন

5. অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন ?
উঃ  গোল্ডস্টেইন

6. একজন মানুষের চাপ ভূ তলে কখন সর্বাপেক্ষা কম পড়ে ?
উঃ  লম্বালম্বিভাবে শুয়ে থাকার সময়

7. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয় ?
উঃ  ১৮ এপ্রিল, ১৯৩০

8. বামাবোধিনী কী ?
উঃ  পরাধীন ভারতের একটি নামী পত্রিকা। জোর দেওয়া হত নারী শিক্ষা প্রসারে

9. অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল ?
উঃ  রাজগৃহ

10. ঝুম কী ?
উঃ  এক ধরনের চাষ

11. পরমাণু বোমার জনক কাকে বলা হয় ?
উঃ  J. Robert Oppenheimer

12. গোবর গ্যাস মূলত কোন গ্যাস ?
উঃ  মিথেন

13. বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ  বি ভিটামিন

14. DDT পুরো কথা কী?
উঃ  Dichloro Diphenyl Trichloroethane (ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন)

15. নোরি (Nori) কী?
উঃ  একধরনের জাপানি খাবার

16. ডেভিল ফিশের বিজ্ঞান সম্মত নাম কী ?
উঃ  মোবুলা মোবিউলার

17. এডিসন এফেক্ট প্রথম কে ব্যাখ্যা করেন ?
উঃ  জে জে থমসন

18. প্যালাইয়নটোলজি (Palaeontology) কী?
উঃ  জীবাশ্মবিদ্যা, জীবাশ্ম নিয়ে সমীক্ষা

19. নাচের দল- ইংরেজিতে কী বলব?
উঃ  A troupe of dancers

20. কফি বোর্ড অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়?
উঃ  বেঙ্গালুরু

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292