Science GK Suggestion (Part-7)

1. কোন শ্রেনির উদ্ভিদে ভেলামেন দেখা যায়?
উ: এপিফাইট

2. ফিউজ তার কোন ধাতু সংকর দিয়ে তৈরি?
উ: টিন ও সীসা

3. ডিমে কোন ভিটামিন থাকে না?
উ: ভিটামিন সি থাকেনা

4. অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়?
উ: ৩টি

5. উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে?
উ: জাইলেম কণার মাধ্যমে।

6. তিন ভরসংখ্যাবিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে?
উ: ট্রাইটিয়াম

7. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি?
উ: প্লীহা

8. ব্যাকটেরিয়ার কোন অঙ্গানু শ্বসনে অংশগ্রহণ করে?
উ: মেসোজোম।

9. ছত্রাক আক্রমণ কারী ভাইরাসকে কি বলা হয়?
উ: মাইকোফাজ

10. পতঙ্গের খোলোস মোচনে কোন হরমোন সাহায্য করে?
উ: থাইরক্সিন

11. থাইরক্সিনের অভাবে কোন রোগ হয়?
উ: ক্রেটিনিজম

12. সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি?
উ: ভেগাস

13. লজ্জাবতীর পাতার চলন কি প্রকার চলন?
উ: সিসমোন্যাস্টি।

14. বাদুরের ডানাকে কি বলা হয়?
উ: প্যাটাজিয়াম

15. পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কী?
উ: ল্যাকটিক অ্যাসিড

16. কোন প্রানী অতিবেগুনি রশ্মি দেখতে পায়?
উ: মৌমাছি

17. রক্ততঞ্চন রোধক পদার্থটির নাম কি?
উ: হেপারিন

18. কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?
উ: ভ্রুণজ মেসোফার্ম থেকে।

19. মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে?
উ: এডিএইচ

20. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
উ: ২২টি

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292