Geography GK Suggestion (Part-11)
1. বায়ুদূষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?
= লিচেন।
2. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?
= তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।
3. বারমুডা কোন মহাসাগরে অবস্থিত?
= আটলান্টিক মহাসাগরে।
4. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
= বায়ুথালি।
5. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
= তিনটি।
6. মহাকাশে প্রথম কোন ফুল ফুটেছে?
= জিনিয়া।
7. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
= নিউ ইয়র্ক।
8. রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় কবে?
= ১৯৫৬ সালে।
9. সমুদ্রবায়ুর গতিবেগ কথন বৃদ্ধি পায়?
= সন্ধের দিকে।
= লিচেন।
2. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?
= তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।
3. বারমুডা কোন মহাসাগরে অবস্থিত?
= আটলান্টিক মহাসাগরে।
4. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
= বায়ুথালি।
5. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
= তিনটি।
6. মহাকাশে প্রথম কোন ফুল ফুটেছে?
= জিনিয়া।
7. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
= নিউ ইয়র্ক।
8. রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় কবে?
= ১৯৫৬ সালে।
9. সমুদ্রবায়ুর গতিবেগ কথন বৃদ্ধি পায়?
= সন্ধের দিকে।
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292