Geography GK Suggestion (Part-12)

1. পারদের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 
= ৩৮.৮৩ ডিগ্রি।

2. কয়না জলাধারে কত সালে ভুমিকম্প হয়েছিল? 
= ১৯৬৭।

3. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি? 
= কুলা কাংড়ি।

4. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? 
= দার্জিলিংয়ের সিদ্ৰাপং।

5. কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেহ তে যাওয়া যায়? 
= জোজিলা।

6. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্যের নাম কী? 
= ওড়িশার ভিতরকণিকা।

7. উলফ্রাস কী? 
= একপ্রকার খনিজ আকরিক।

8. ফিন্ডল্যান্ড ও পূর্ব স্ক্যান্ডিনেভিয়ার পাথুরে জমিকে কি বলে?
= বাল্টিক শিল্ড।

9. ব্যাবিলন শহর কোন নদী উপত্যকায় গড়ে উঠেছে? 
= ইউফ্রেটিস।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292