Geography GK Suggestion (Part-18)
1। লৌহ আকরিকের উত্তলনে ভারতের কোন রাজ্য প্রথম ?
= ছত্তিশগড়
2। মুম্বাই হাই অঞ্চলে সমূদ্র গর্ভ থেকে তেলের কূপ খননকারী জাহাজটির নাম কি ?
উঃ সাগর সম্রাট
3। ভারতের কোন রাজ্য সর্বাধিক বক্সাইট উৎপন্ন করে ?
= ওড়িশা
4। ভারতের একটি লিগনাইট কয়লা খনীর নাম কি ?
= তামিলনাড়ুর নেভেলি
5। ভারতের সবথেকে প্রাচীন তৈলখনী কোনটি ?
= অসমের ডিগবয়
6। ভারতের বেশীরভাগ আকরিক লোহা কি প্রকৃতির ?
= হেমাটাইট
7। অন্ধ্রপ্রদেশের অভ্র উত্তোলক অঞ্চলের নাম কি ?
= গুড়ুর
8। ভারতের সবথেকে বড় পারমানবিক শক্তিকেন্দ্র কোনটি ?
= তামিলনাড়ুর কালাপক্কম
9। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ?
= ব্রাহ্মনী
10। পাট শিল্পে ভারতের স্থান সারা বিশ্বে কততম ?
= প্রথম
11। ভারতের কোথায় বৃহত্তম মোটর গাড়ী নির্মাণ কেন্দ্র আছে ?
= পশ্চিমবঙ্গে , হিন্দুস্থান মোটরস লিমিটেড ।
12। ভারতে মোট কটি তৈল শোধনাগার আছে ?
= ১২ টি
13। গুজরাটের তৈল শোধনাগারটির নাম কি ?
= কয়ালি
= ছত্তিশগড়
2। মুম্বাই হাই অঞ্চলে সমূদ্র গর্ভ থেকে তেলের কূপ খননকারী জাহাজটির নাম কি ?
উঃ সাগর সম্রাট
3। ভারতের কোন রাজ্য সর্বাধিক বক্সাইট উৎপন্ন করে ?
= ওড়িশা
4। ভারতের একটি লিগনাইট কয়লা খনীর নাম কি ?
= তামিলনাড়ুর নেভেলি
5। ভারতের সবথেকে প্রাচীন তৈলখনী কোনটি ?
= অসমের ডিগবয়
6। ভারতের বেশীরভাগ আকরিক লোহা কি প্রকৃতির ?
= হেমাটাইট
7। অন্ধ্রপ্রদেশের অভ্র উত্তোলক অঞ্চলের নাম কি ?
= গুড়ুর
8। ভারতের সবথেকে বড় পারমানবিক শক্তিকেন্দ্র কোনটি ?
= তামিলনাড়ুর কালাপক্কম
9। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ?
= ব্রাহ্মনী
10। পাট শিল্পে ভারতের স্থান সারা বিশ্বে কততম ?
= প্রথম
11। ভারতের কোথায় বৃহত্তম মোটর গাড়ী নির্মাণ কেন্দ্র আছে ?
= পশ্চিমবঙ্গে , হিন্দুস্থান মোটরস লিমিটেড ।
12। ভারতে মোট কটি তৈল শোধনাগার আছে ?
= ১২ টি
13। গুজরাটের তৈল শোধনাগারটির নাম কি ?
= কয়ালি
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292