Geography GK Suggestion (Part-20)

1. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?
= সময় ।

2. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।

3. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
এলাহাবাদ ।

4. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল Ecology is Permanent Economy ?
চিপকো আন্দোলন ।

5. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
সম্বর হরিণ ।

6. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
ভারত – পাকিস্তান ।

7. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
বিহার – উত্তরপ্রদেশ ।

8. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
হায়দ্রাবাদ ।

9. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?
সেকস্ট্যান্ট যন্ত্র ।

10. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?
আলাস্কার হুর্বার্ড ।

11. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
নরওয়ের সেভলে ফিয়র্ড ।

12. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?
কোর বা তাল ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292