Geography GK Suggestion (Part-21)

1. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
= মার্কিন যুক্তরাষ্ট্রে ।

2. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
মাউন্ট ব্ল্যান্ক ।

3. চ্যালেঞ্জার খাত  কোথায় অবস্থিত?
প্রশান্ত মহাসাগরে ।

4. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
প্রশান্ত মহাসাগরে ।

5. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
মরু অঞ্চলে ।

6. উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে কী বলে ?
আরোরা বেরিয়ালিস ।

7. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত

8. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)

9. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
কলসুবাই(1646 মিটার)

10. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
মেঘালয়

11. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

12. কচ্ছ  শব্দের অর্থ কী?
জলাময় দেশ

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292