Geography GK Suggestion (Part-22)

1. Sky River নামে কোন নদী পরিচিত?
= ব্রহ্মপুত্র

2. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
= তাওয়াই

3. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত মশানজোড়  বাঁধ কে কানাডা বাঁধ বলা হয় কেন?
= 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ

4. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
= কেরালার কোলাম জেলাতে ৷

5. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
= Kunchikal Falls(455 মিটার),Masthikatte , Shimoga district , Karnataka

6. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
= 2007 সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়

7. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
= হনুলুলুতে

8. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
= 2 রা ফেব্রুয়ারি

9. রামসার চুক্তি কত সালে কার্যকর হয়?
= 1975

10. কার্বন মুক্ত দেশ কোনটি?
= ভুটান

11. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?
= 18 জুলাই 2016

12. সুন্দরবন UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?
= 1987

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292