Geography GK Suggestion (Part-25)

1. বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয় ?
= নারায়ণগঞ্জ ।

2. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
= দার্জিলিং-এর সিদ্রাপং ।

3. নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
= অরুণাচল প্রদেশ ।

4. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
= বাণিজ্য বায়ু ।

5. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
= ঝিলম ।

6. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো , তার নাম কী ?
= কালিম্পং ।

7. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি ?
= পূর্বাশা ।

8. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত ?
= রূপনারায়ণ ।

9. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ‘ বক্সদুয়ার ‘ কোন জেলায় অবস্থিত ?
= জলপাইগুড়ি ।

10. দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ?
= মালদা ।

11. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো নদী কোনটি ?
= দামোদর ।

12. তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত ?
= বীরভূম ।

13. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
= পুরুলিয়া ।

14. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে ?
= বর্ধমান জেলার আসানসোল ।

15. ত্রাসের নদী কাকে বলে ?
= তিস্তা ।

16. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ‘ সিন্ধু জলবন্টন চুক্তি ‘ কবে স্বাক্ষরিত হয় ?
= 1960 সালে ।

17. কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগাম ?
= জম্মু ও কাশ্মীর ।

18. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে ?
= সুয়েজ খাল ।

19. ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয় ?
= এলাহাবাদ ।

20. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়ো ?
= 90 গুণ ।

21. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে ?
= কেরালা ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292