Geography GK Suggestion (Part-36)

1.কোন স্তরে প্যান গঠিত হয়?
= সঞ্চয়ন বা B স্তরে

2. মৃত্তিকার কোন জল শােষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে?
= কৌশিক জল

3, ভারতে কয়টি জৈব বৈচিত্র তপ্তবিন্দু রয়েছে?
= 4 টি

4. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও
= সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জল সিক্ত অংশের মৃত্তিকা

5. গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত?
= সামাজিক বনসৃজন

6. Belt of No Erosion ধারণার প্রবক্তা কে?
= আর.ই.হার্টন

7.ইউফোটিক অঞ্চলের গড় গভীরতা কত?
= 50 মিটার

8.বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
= আয়নাে স্তর থেকে

9.একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও।
= ধানের খড়

10. ডিগ্রি শিট (ভূবৈচিত্ৰসূচক) মানচিত্রের স্কেল কত?
= 1:2,50,000

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292