History GK Suggestion (Part-4)
1."মহারাজ" উপাধি কোন বংশের রাজারা ধারণ করেছিলেন ?
= শৈলেন্দ্র বংশীয় রাজারা
2.সুলতান মামুদের পিতার নাম কী?
=সবুক্তগীন
3.দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ?
=কুতুবউদ্দিন
4.দিল্লির কুতুব মিনারের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
=ইলতুতমিস
5.কে লক্ষ্মন সেনকে পরাস্ত করে বাংলা দখল করে?
=বখতিয়ার খলজী
6.জাফর খাঁ কার সেনাপতি ছিলেন?
=আলাউদ্দিন খলজির
7.ভারতের ইতিহাসে তুর্কি সাম্রাজ্যের স্থাপক হিসাবে কাকে ধরা হয় ?
=মহম্মদ ঘড়ি
8.মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
=জুনা খাঁ
9.সৈয়দ বংশের পতন ঘটান কে?
=বহলুল লোদী
10."মিতাক্ষর " নামক গ্রন্থটির রচয়িতা কে?
=বিগ্জ্ঞানেশ্বর
11."পেরিপ্লাস " গ্রন্থের রচয়িতা কে?
=প্লিনি
12.কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
=শেরশাহ
13.আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী?
=আসসীরগড় দুর্গ জয়
14.কত সালে বাবর মারা যান ?
=১৫৩০ সালে
15.শেরশাহের প্রকৃত নাম কী?
=ফরিদ খাঁ
= শৈলেন্দ্র বংশীয় রাজারা
2.সুলতান মামুদের পিতার নাম কী?
=সবুক্তগীন
3.দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ?
=কুতুবউদ্দিন
4.দিল্লির কুতুব মিনারের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
=ইলতুতমিস
5.কে লক্ষ্মন সেনকে পরাস্ত করে বাংলা দখল করে?
=বখতিয়ার খলজী
6.জাফর খাঁ কার সেনাপতি ছিলেন?
=আলাউদ্দিন খলজির
7.ভারতের ইতিহাসে তুর্কি সাম্রাজ্যের স্থাপক হিসাবে কাকে ধরা হয় ?
=মহম্মদ ঘড়ি
8.মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
=জুনা খাঁ
9.সৈয়দ বংশের পতন ঘটান কে?
=বহলুল লোদী
10."মিতাক্ষর " নামক গ্রন্থটির রচয়িতা কে?
=বিগ্জ্ঞানেশ্বর
11."পেরিপ্লাস " গ্রন্থের রচয়িতা কে?
=প্লিনি
12.কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
=শেরশাহ
13.আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী?
=আসসীরগড় দুর্গ জয়
14.কত সালে বাবর মারা যান ?
=১৫৩০ সালে
15.শেরশাহের প্রকৃত নাম কী?
=ফরিদ খাঁ
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292