History GK Suggestion (Part-11)

1. জালাল খাঁ ও শের খাঁ মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত?
= সুরজ গড়ের যুদ্ধ

2. শেরশাহ ও হুমায়ুনের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল তা কী নামে পরিচিত?
= বিলগ্রামের যুদ্ধ 

3. হামিদাবানু আকবরের কে ছিলেন?
= মাতা

4. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী?
= ওয়াজির। 

5. আকবরের আমলে অর্থ মন্ত্রীকে কী বলা হত?
= দেওয়ান

6. টোডরমল কতৃক নির্ধারিত রাজস্বব্যবস্থা কী নামে পরিচিত?
= আইন-ই-দশসালা

7. দীন-ই-ইলাহি ধর্ম মত কে প্রবর্তন করেন?
= আকবর

8. আকবরনামা' ও ‘আইন-ই-আকবরী' কে রচনা করেন ?
= আবুল ফজল

9. আকবরের রাজসভার একজন কবির নাম ?
= ফৈজি

10. সুরসাগর-এর রচিয়তা কে?
= সুরদাস

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292