History GK Suggestion (Part-12)

1. আকবরের রাজত্বকালের একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
= খাজা আব্দুল সামাদ 

2. মহামতি কাকে বলা হত ?
= আকবর

3. তানসেন আকবরের রাজসভার একজন -
= সঙ্গীতজ্ঞ

4. ফতেপুর-সিক্রি কে নির্মাণ করেন ?
= আকবর

5. শেখ সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থিত?
= ফতেপুর সিক্রিতে

6. আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হত ? 
= ভকিল

7. মনসবদারী প্রথা কে প্রচলন করেন?
= আকবর

৪. আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
= দেওয়ান

9. উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে বিভক্ত করেছিলেন?
= চার ভাগে

10. পােলাজ, পরাউতি, চাচর ও বঞ্জর —কীসের শ্রেণী বিভাগ?
= জমির উর্বরাশক্তির

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292