History GK Suggestion (Part-14)

1। শকাব্দ কোন বৎসর থেকে প্রচলিত হয় ?
= ৭৮ খ্রিস্টাব্দ।

2। নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন?
= মহাপদ্মনন্দা

3। সম্রাট অশােক কবে কলিঙ্গ যুদ্ধের জন্য অভিযান চালান?
= ২৬১ খ্রিস্টপূর্বে।

4। সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ?
= বিজয় সেন।

5। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
= গােপাল

6। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী?
= রাজেন্দ্র চোল।

7। কৌলিন্য প্রথা কে প্রচলন করেন ?
= বল্লাল সেন।

8। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
= শিবর্মণ।

9। কোন গুপ্ত সম্রাট হুণ আক্রমণ প্রতিরােধ করেন ?
= স্কন্দ গুপ্ত।

10। ইতিহাসে চালুক্যদের কটি শাখার কথা উল্লেখ আছে ?
= ৪টি।

11। বাতাপির চালুক্য বংশের স্বাধীন রাজার নাম কী?
= প্রথম পুলকেশী।

12। গঙ্গইকাণ্ড উপাধি ধারণ করেন কে ?
= রাজেন্দ্র চোল।

13। চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কী ?
চোলরাজ কুলোতুঙ্গ

14। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
= কাঞ্চী

15। প্রাচীন ভারতের কোন যুগে অস্পৃশ্যদের আবির্ভাব ঘটে ?
= গুপ্ত যুগে।

16। হরিচরিতকাব্য কার রচনা ?
= চতুর্ভুজ।

17। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধুদেশ জয় করে?
= ৭১২ খ্রিস্টাব্দে।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292