History GK Suggestion (Part-16)

1. কার সময়কালে চতুর্থ বৌদ্ধসঙ্গীত অনুষ্ঠিত হয়?
= কণিষ্ক।

2. আমুক্ত-মাল্যদা গ্রন্থটি রচনা করেন কে?
= কৃষ্ণদেব রায়।

3. ভারতে কে প্রথম স্বাধীন তুর্কি শাসনের সূচনা করেছিলেন?
= কুতুবউদ্দিন আইবক।

4. ভারতে কুষান বংশের প্রতিষ্ঠা করেন কে?
= কুজন কারা কদফিসিস।

5. দাস বংশের সম্রাটরা ছিলেন?
= তুর্কি।

6. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে চিনা পরিব্রাজক ভারতে আসেন তার নাম কী?
= ফা-হিয়েন।

7. কোন মুসলমান শাসক পদ্মিনীর প্রতি অনুরক্ত হন?
= আলাউদ্দিন খিলজি।

8. কোন গুপ্তসম্রাটকে কবিরাজ’ আখ্যা দেওয়া হয়?
= সমুদ্রগুপ্ত।

9. কে ভারতে আফগান শাসনের সূচনা করেন?
= বহলুল লদি ৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292