History GK Suggestion (Part-19)

1. বিহারে মহাবােধি মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কে? 
= অশোক। 

2, বিখ্যাত বেদভাষ্য যুদ্ধের উৎপত্তি মানব মনের মধ্যে থেকেই পাওয়া যায়। কোন বৈদে পাওয়া যায়? 
= অথর্ববেদে। 

3. প্রজ্ঞাপারমিতাশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? 
= নাগার্জুন। 


4. রশিদ আলি দিবস কবে পালিত হয়? 
উঃ ১২ ফেব্রুয়ারি ১৯৪৬ খ্রিষ্টাব্দে 

5. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে?
= প্রীতিলতা ওয়াদেদ্দার 

6. আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি বাহিনীর নেত্রী কে ছিলেন? 
উঃ লক্ষী স্বামীনাথন 

7. জমিদার সভার সভাপতি কে ছিলেন?
= রাধাকান্তদেব

8. সত্তর বছর নামক আত্মজীবনীটি কার লেখা?
= বিপিন চন্দ্র পালের লেখা 

9. রানি গুইলাে কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
= আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত 

10. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ হয়েছিল কোথায়?
= মেদিনীপুরে 

11. ভারতের জাতীয় মহাফেজ খানা কোথায় অবস্থিত?
= দিল্লিতে অবস্থিত 

12. দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন?
= বিপ্লবী লিলা রায় 

13. বামাবােধিনী পত্রিকাটি প্রকাশিত হয় কবে?
= ১৮৬৩ সালে 

14. অব্যক্ত গ্রন্থটির লেখক কে?
= জগদীশচন্দ্র বসু 

15. যতীন দাশ কতদিন অনশন করে মারা যান? 
= ৬৪ দিন

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292