History GK Suggestion (Part-22)
1. পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল?
= 1526 খ্রিস্টাব্দে।
2. আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
= লর্ড আরউইন।
3. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল?
= আফগান প্রধান আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল
4.'দি ইন্ডিয়ান স্ট্রাগল' গ্রন্থটির রচয়িতা কে?
= সুভাষচন্দ্র বসু।
5. ভারতের নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়?
= 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বােম্বাই-এ নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয় ।
6. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?
= বিনায়ক দামােদর সাভারকর।
7. শের-ই-বঙ্গাল নামে কে খ্যাত?
= ফজলুল হক শের-ই-বঙ্গাল নামে খ্যাত।
8. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?
= বেঙ্গল গেজেট
9. 'দিল্লী চলাে' কে ডাক দিয়েছিলেন?
= নেতাজী সুভাষচন্দ্র বসু।
10. সােমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
= দ্বারকানাথ বিদ্যাভূষন
= 1526 খ্রিস্টাব্দে।
2. আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
= লর্ড আরউইন।
3. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল?
= আফগান প্রধান আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল
4.'দি ইন্ডিয়ান স্ট্রাগল' গ্রন্থটির রচয়িতা কে?
= সুভাষচন্দ্র বসু।
5. ভারতের নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়?
= 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বােম্বাই-এ নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয় ।
6. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?
= বিনায়ক দামােদর সাভারকর।
7. শের-ই-বঙ্গাল নামে কে খ্যাত?
= ফজলুল হক শের-ই-বঙ্গাল নামে খ্যাত।
8. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?
= বেঙ্গল গেজেট
9. 'দিল্লী চলাে' কে ডাক দিয়েছিলেন?
= নেতাজী সুভাষচন্দ্র বসু।
10. সােমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
= দ্বারকানাথ বিদ্যাভূষন
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292