History GK Suggestion (Part-25)

1. ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা?
= জওহরলাল নেহরু

2.আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়?
= দিল্লীর লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে

3. সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
= রাজা রামমােহন রায়

4. স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন?
= স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি ১৯৪০ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতি ছিলেন।

5. বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
= 1822 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে হয়েছিল।

6. মােগল আমলের স্থাপত্য কীর্তির নাম কি?
= আগ্রার তাজমহল ও দিল্লির লালকেল্লা।

7. প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্নাটকের নবাব কে ছিলেন?
= নবাব আনােয়ার উদ্দিন

8. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
= খান আব্দুল গফফর খান।

9. সীমান্ত গান্ধির অনুচরদের কী বলা হত?
= সীমান্ত গান্ধির অনুচরদের 'খােদা-ই-খিদমতগার' বলা হত। এঁরা 'লাল-কোর্তা নামেও পরিচিত ছিলেন।

10. ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
= দ্বিতীয় চন্দ্রগুপ্ত

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292