History GK Suggestion (Part-26)

1. ক্রিপস কমিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন?
= ১৯৪২ খ্রিস্টাব্দের ২২শে মার্চ ক্রিপস কমিশন ভারতে আসে এবং এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।

2. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে এবং কোথায় স্থাপন করেন?
= ১৯৪২ খ্রিস্টাব্দের ১৫ই জুন ব্যাঙ্ককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন।

3. তিতুমীরের আসল নাম কি?
= মীর নিসার আলী

4. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে ঘটে ছিল?
= 1847 খ্রিস্টাব্দে ইংরেজ ও মহারাজা গুলাব সিংহের মধ্যে।

5. আর্যসমাজকে প্রতিষ্ঠা করেন ?
= স্বামী দয়ানন্দ সরস্বতী।

6. গান্ধী-আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
= ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ই মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।

7. ফরােয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন?
= ১৯৩৯ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরােয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

8, গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
= লালা হরদয়াল ও রাসবিহারী বসু।

9. শিখ শব্দের অর্থ কি?
= শিষ্য

10. কবে দ্বিতীয় গােলটেবিল বৈঠক আহুত হয়েছিল?
= ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292