History GK Suggestion (Part-9)

1. বহলুল লােদীর পর সিংহাসনে আরােহণ করেন কে? 
= সিকন্দর লােদী

2. ইব্রাহিম লােদী কত খ্রিষ্ঠাব্দে সিংহাসনে আরােহণ করেন? 
= ১৫১৭

3. পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ ) কাদের মধ্যে হয়েছিল ? 
= বাবর ও ইরাহিম লােদীর মধ্যে 

4. বাবর তাঁর পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান? 
= ফরঘনা

5. ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বস্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন?
= দৌলত খাঁ লােদী ও আলম খাঁ  লােদী

6. কবুলিয়ত ও পাট্টা প্রথাকে প্রবর্তন করেন ? 
= শেরশাহ

7. সড়ক-ই-আজম কে নির্মাণ করেন ? 
= শেরশাহ

8. শেরশাহের পৃষ্ঠপােষকতায় ‘পদ্মাবতী' কাব্য কে রচনা করেন?
= মালিক মহম্মদ জয়সী 

9. ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের কী ছিলেন?
= হিন্দু সেনাপতি 

10. বিক্রমজিৎ উপাধি কে ধারণ করেন ? 
= হিমু

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292