Science GK Suggestion (Part-10)

1। কোন গ্রন্থি থেকে গােনাডােট্রপিক হরমােন ক্ষরিত হয় ?
উ:  পিটুইটারি গ্রন্থি।

2। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উ:  জিওলাইট।

3। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয় ?
উ: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

4। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?
উ: লাইসােজম।

5। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ?
উ: ভিটামিন A ও D

6। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ?
উ: এটিপি কমে যাওয়া।

7। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?
উ: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড

8। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?
উ: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা

9। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?
উ: এনামেল

10। নিষেকের পর কোষের ক্রোমােজোম সংখ্যা কত হয় ?
উ: ২n

11। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
উ: ভিটামিন বি ১২

12। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লােম থাকে না ?
উ: তিমি।।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292