Science GK Suggestion (Part-11)

1। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে - ক্যাগি

2। কোন কীটনাশকের ছােয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে - প্যারাথিয়ন

3। মৌমাছি গড়ে কতদিন বাঁচে - ৫০ থেকে ৬০ দিন

4। মহিলাদের দেহে অষ্টিওপােরােসিস কোন বয়সে দেখা যায় - ৪০ থেকে ৪৫ বছর বয়সে

5। কোন ভিটামিনকে বায়ােটিন বলে - ভিটামিন H /ভিটামিন B7

6। ফ্যাট কিসে দ্রবনীয় – ইথার ও ক্লোরােফর্ম।

7। ক্রেবস চক্রে মােট কত অনু এটিপি তৈরি হয় - ১২ অনু।

8। ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কি বলে - ডিওডিনাম।

9। দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে - ইডেমা।

10। "Heart of Heart" কাকে বলে - হিজ-এর বান্ডিল।

11। হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা হয় - বাম নিলয়।

12। কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত - উট।

13। কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না - প্লীহা।

14। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি - ভেগাস।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292