Science GK Suggestion (Part-13)

1। টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে
শ্বেতসার

2। মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি-
= এনামেল।

3। কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় 
তারা মাছ।

4। ক্রোমােজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন
রজার ডেভিড কর্ণবার্গ।

5। ভিনিগার কিসের জলীয় দ্রবন
অ্যাসেটিক অ্যাসিড।

6। লিটমাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে?
লাল রঙকে।

7। কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
প্লাইড (Placold)।

8। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লােম থাকে না?
 তিমি।

9। যেসব প্রাণীর রাত্রি কালীন মল খাওয়ার অভ্যাস আছে ,তাদের কি বলে?
কোপ্রােফ্যাগি।

10। পেষ্ট প্রতিরােধক শস্য গুদামকে কী বলে?
পুসা বিন।

11। মৌমাছি কতদিন বাঁচে?
৫০ - ৬০ দিন।

12। কোন ভিটামিন কে বায়ােটিন বলে?
ভিটামিন H অপর নাম ভিটামিন B7

13। মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রােগ কোন বয়সে দেখা যায় ?
= ৪০-৫০ বছর।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292