Science GK Suggestion (Part-16)

1। কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন?
= ডারউইন। 

2। কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে  ?
= প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।

3। মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় ? 
= ফিতাকৃমির।

8। মানুষের দেহে নেফ্রনের কাজ কী ?
= রক্তের পরিশ্রতকরণ করা।

5। ক্যানাইন বা, ছেদক দাঁত কোন প্রাণীর মুখমণ্ডলে অবর্তমান ? 
= গিনিপিগের।

6। কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতাে নির্গত করা হয় ?
= স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে।

7। লায়োনেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কী?
= উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা।

8। কোন মশাকে বাঘ মশাবলে ?
= এডিস মশাকে।

9। কোন মাছকে জিওল মাছবলে ?
= কই, শিঙি, মাগুরকে।

10। মাছের ড্রপসি রােগ কী ঘটিত ?
= বীজাণু ঘটিত।

11। মাছের ডিমপােনা, ধানীপোনা ও চারাপােনার দৈর্ঘ্য কত ?
= যথাক্রমে 6.5-7 মিলিমিটার, 1 ইঞ্চি, 4 ইঞ্চি।

12। পুকুরে কেন চুন দেওয়া হয় ?
= জলের অম্লত্ব নাশ করা ও রোগ প্রতিরোধ করার জন্য।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292