Science GK Suggestion (Part-18)

1। জীবাণুর প্রােটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে ?
= ক্যাপসিড।

2। নিউরােস্পােরাছত্রাক কোথায়। ব্যবহৃত হয় ? 
= জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।

3। বায়ােটা কী ?
= কোনাে নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।

4। রান্নার গ্যাসে (LPG) কোন-কোন উপাদান। থাকে ? 
= বুটেন ও প্রােপেন।

5। উদত্যাগী পদার্থগুলি কোনটি ?
= সােডিয়াম কার্বনেট

6। ব্রোমিন কী?
= এক ধরনের তরল অধাতু।

7। আর্সেনিক ও অ্যান্টিমণি কী ?
= ধাতুকম্প।

8। সােডা ওয়াটারের উপাদান কী - জল ও কার্বন?
= ডাই অক্সাইড।

9। কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায় ?
= অ্যামােনিয়াম সালফেট।

10। চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয়?
= বাড়ে।

11। ওজোন কীসের রূপভেদ? 
= অক্সিজেন।

12। জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয় ?
= তরল হাইড্রোজেন।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292