Science GK Suggestion (Part-19)

1। রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়?
= তরল হাইড্রোজেন।

2। গন্ধহীন গ্যাস কোনটি ?
= অক্সিজেন।

3। দম দেওয়া ঘড়ির স্প্রিং গােটানাে অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে?
= স্থিতিশক্তি। 

8। আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
= কার্বন-ডাই অক্সাইড।

5। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা | বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় ?
= আইসােটোপ।

6। জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কী পরিবর্তন হবে ?
= নিচে নেমে যাবে।

7। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড কী হিসাবে ব্যবহৃত হয়?
= ধনাত্মক অণুঘটক হিসাবে।

8। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অণুঘটকরূপে কী ব্যবহৃত হয় ?
= ভ্যানাডিয়াম পেস্টাক্সাইড।

9। পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ ?
= ঘাত বলেন।

10। প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে ?
= কৈশিক ক্রিয়ায়

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292