Science GK Suggestion (Part-21)

1। আন্তঃআনবিক শক্তি কি?
= আকর্ষন শক্তি

2। অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না?
=  আকর্ষন শক্তি বৃদ্ধি পায়।

3। পদার্থের তিন অবস্থার কারন কি ?
= আন্তঃআনবিক শক্তির পার্থক্য

4। কোনটির আয়তন নেই?
= গ্যাসীয় পদার্থের

5। জল কয় অবস্থায় থাকতে পারে ?
= ৩ টি অবস্থায়

6। সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
= উর্ধ্বপাতন

7। কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
= লবন

8। আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
= নাইট্রোজেন।

9। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? 
= সমীভবন।

10। সবচেয়ে হালকা মৌল কোনটি?
= হাইড্রোজেন

11। সবচেয়ে ভারী মৌল?
= ইউরেনিয়াম

12। ইউরেনিয়ামের আনবিক ভর কত?
= ২৩৮

13। বায়ু কি ?
= একটি মিশ্র পদার্থ।

14। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
= হিমাঙ্ক

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292