Science GK Suggestion (Part-26)

1। কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমােসােম থাকে ?
= ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি।

2। মাছিতে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ১২ টি।

3। কুকুরে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ৭৮টি।

4।গরু ছাগলে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ৬০টি।

5। ধান গাছে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ২৪ টি।

6 ৷ ব্যাঙে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ২২টি।

7। মুরগীতে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ৭৮টি।

8। ভেড়াতে কয়টি ক্রোমােজোম থাকে ?
= ৫৪টি।

9। DNA তে কি থাকে না?
= ইউরাসিল থাকে না।

10। পাকা কলায় কি থাকে ?
= এমাইল এসিটেট।

11। পাকা আনারসে কি থাকে ?
= ইথাইল এসিটেট।

12। পাকা কমলায় কি থাকে ?
= অকটাইল এসিটেট।

13। ভাইরাসজনিত রােগগুলাে কি কি?
= হাম , বসন্ত , পােলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি।

14। ব্যাকটেরিয়াজনিত রােগগুলাে কি কি?
= কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমােনিয়া ইত্যাদি।

15। মরুভূমিতে জন্মানাে উদ্ভিদকে কি বলে ?
= জেরােফাইট।

16। মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে বলে? 
= প্লাস্টিসিটি।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292