Science GK Suggestion (Part-30)

1। মানব দেহের মস্তিষ্কের সক্রিয় অংশ = ১০%।

2। স্মৃতি কয় ধরণের = ৩ ধরণের। (ক্ষনিক/স্বল্পস্থায়ী/দীর্ঘস্থায়ী)।

3। মানব্দেহে PH এর মাত্রা বজায় রাখার সিস্টেম হল = বাপার সিস্টেম।

4। মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে = হরমােন।

5। লিউকোমিয়া রােগের কারণ কি = রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

6। দেহের শক্তির প্রধান মাধ্যম কি = শ্বসন 

7। দেহে মেলানিনের প্রধান কাজ কি = সূর্য রশীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা 

8। কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় = অগ্নাশয় 

9। অক্ষি গােলকের প্রাচীরের নাম কি = রেটিনা

10। রক্তে প্রয়ােজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রােগ বোঝা যায় = ডায়াবেটিস

11। কোন হরমােনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় = ইস্ট্রোজেন

12। নালী বিহীন গ্রন্থী গুলাের মধ্যে কোনটি প্রধানতম = পিটুইটারি

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292