Science GK Suggestion (Part-31)

1।থাইরয়েডের অবস্থান কোথায় = গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে।

2। মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে = সিকামে 

3। ক্ষুদ্রান্ত্র এর বিশােসক একক কি = ভিলাস

4। ভিটামিন K ও B কোথায় সংশ্লেসিত হয় = বৃহদন্তে।

5। সুষম খাদ্যের উপাদান কয়টি = ৬ টি 

6। চা পাতায় কি থাকে = ভিটামিন বি কমপ্লেক্স।

7। প্রােটিন বেশি থাকে কোন খাদ্যে = মসুর ডালে।

8। কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য = লৌহ উপাদানের জন্য।

9। গলগন্ড রােগ হয় কিসের অভাবে? = আয়ােডিনের। অভাবে।

10। মানবদেহ গঠনে প্রয়ােজন সবচেয়ে বেশি = আমিষের।

11। আয়ােডিন বেশি থাকে কিসে? = সমুদ্রের মাছে

12। কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে = ক্যালসিয়াম অক্সালেট।

13। রাতকানা রােগ হয় কিসের ফলে? = ভিটামিন A এর অভাবে।

14। হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ = ক্যালসিয়াম ও ফসফরাস।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292