Science GK Suggestion (Part-37)

1। সাধারণত পলিঅ্যামাইড বলে = নাইলনকে।

2। চামড়ার মূল উপাদান হল = কোলাজেন।

3। নিরাপদ দেশলাই তৈরিতে দেশলাই এর পাশে যে উপাদানের প্রলেপ থাকে = হলুদ ফসফরাস, লাল ফসফরাস ও শিরীষের আঠা।

4। কাঁচ তৈরি হয় যার দ্বারা = বালি ও সিলিকেট।

5। ইপক্সি‌ রেজিন ব্যবহৃত হয় = আঠা তৈরিতে।

6। কনডেনসেশন হল = বাস্পের তরলে পরিবর্তন।

7। অনুঘটকের কাজ হল = বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা।

8। ভৌত পরিবর্তন ঘটে যার মাধ্যমে = উর্ধ্বপাতন।

9। তাপ প্রয়ােগ ব্যতিরেকে যে পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে = উদ্বায়ী।

10। আলােক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরের উদাহরণ = সালােকসংশ্লেষ।

11। কোনাে পদার্থ অনুঘটক কিনা তা সবচেয়ে ভালাে বােঝা যায় যার দ্বারা = অ্যাবসরপসন।

12। সালােকসংশ্লেষ হল একটি = এন্ডােথার্মিক পদ্ধতি।

13। দহন হল একটি পদ্ধতি যেখানে উৎপন্ন হয় = আলাে ও তাপ

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292