Science GK Suggestion (Part-40)

1। নিউট্রনকণার নামকরণ করেন = বিজ্ঞানী চ্যাডউইক।

2। খুব ক্ষুদ্র সময়ের বিরতি মাপা হয় যার দ্বারা = অ্যাটমিক ঘড়ি।

3। সাধারণ টিউবলাইটে থাকে = দুটি ফিলামেন্ট, ফ্লুরােসেন্ট পদার্থ এবং পারদ বাপ।

4। ব্ল্যাক বক্স-এর সাহায্যে রেকর্ড করা যায় = এরােপ্লেনের উড্ডয়নকে‌ ৷

5। বজ্রবহ - এর কাজ হল = বজ্রবিদ্যুৎকে নিরাপদে ভূমিতে প্রেরণ করে পাকা বাড়িকে রক্ষা করা।

6। সােডিয়াম বাষ্প দ্বারা নির্মিত বাতি অন্য বাতির থেকে অনেক বেশি গ্রহণযােগ্য কারণ = এর আলােক প্রদানের তীব্রতা অনেক বেশি।

7। পেরিস্কোপের কার্যনীতি যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে = প্রতিফলন ও প্রতিসরণ।

8। হেপাটাইটিস রােগে শরীরের যে অঙ্গ আক্রান্ত হয় = লিভার।

9। বিশ্বের যেকোনাে জায়গায় হাতে লেখা খবর দ্রুততার সঙ্গে পৌছে যায় যার মাধ্যমে = ফ্যাক্স। 

10। সরল দোলকগতি যার সাহায্যে ভালােভাবে বােঝা যায় = পেন্ডুলাম

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292