Science GK Suggestion (Part-41)

1। হার্ডওয়্যারশব্দটি যার সঙ্গে যুক্ত = কম্পিউটার।

2। n'-এটি যে কোন কণার প্রতীক = নিউট্রন।

3। একটি ইলেক্ট্রনিক মাইক্রোস্কোপ অপটিক্যাল মাইক্রোস্কোপের তুলনায় উচ্চ বিবর্ধন ক্ষমতাযুক্ত = কারণ দৃশ্যমান আলােকের থেকে ইলেক্ট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এক্ষেত্রে ছোট।

4। বৈদ্যুতিক শক্তির তাপ শক্তিতে রূপান্তর দেখা যায় = স্টোরেজ ব্যাটারিতে।

5। অধিক কার্যকরী ইঞ্জিনের নাম = ইলেকট্রিক ইঞ্জিন।

6। টেপ রেকর্ডারের ফিতায় যার প্রলেপ থাকে = ফেরােম্যাগনেটিক পাউডার।

7। যখন একটি বৈদ্যুতিক তারের কুন্ডলী চুম্বক ক্ষেত্রে পাক খায় তখন তারের কুন্ডলীটিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই নীতি প্রয়ােগ করে তৈরি করা হয় = বৈদ্যুতিক জেনারেটারে।

8। দূরের জিনিস যার দ্বারা দৃশ্যমান হয় = টেলিস্কোপ।

9। নিরাপদ ফিউজ তারে থাকে = উচ্চ রােধ ক্ষমতা এবং নিম্ন গলনাঙ্ক।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292