Geography GK Suggestion (Part-39)

1. দাক্ষিণাত্যে বাজাদা কী নামে পরিচিত ?
Ans. কুম্বু ।

2. কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া ?
Ans. রাগি ।

3. জাতীয় বীজ নিগম (NSC) স্থাপিত হয় কবে ?
Ans. 1963 সালে ।

4. বর্তমানে (2016) ভারতে বড়ো মাপের সামুদ্রিক মৎস্য বন্দরের সংখ্যা কয়টি ?
Ans. 5 টি ।

5. ‘ হলুদ বিপ্লব ‘ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ans. তৈলবীজ উৎপাদনের সঙ্গে ।

6. ‘ নীল বিপ্লব ‘ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ans. মৎস্য উৎপাদনের সঙ্গে ।

7. রেটুন (Ratoon) কী ?
Ans. প্রথমবার ফসল কাটার পর , আখের যে চারা জন্মায় , তাকে রেটুন বলে ।

8. ‘ আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা ‘ কোথায় গড়ে উঠেছে ?
Ans. ফিলিপিনস – এর ম্যানিলায় ।

9. আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ‘ নূন্যতম ব্যয় তত্ত্ব ‘ কত সালে প্রকাশিত হয় ?
Ans. 1909 সালে ।

10. ‘ সর্বাধিক মুনাফা তত্ত্ব ‘ -টি কার ?
Ans. অগাস্ট লোশের ।

11. কোন শিল্পকে ‘ শিল্প দানব ‘ বলা হয় ?
Ans. পেট্রো – রসায়ন শিল্পকে ।

12. BMW কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ?
Ans. জার্মানি ।

13. পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে ?
Ans. অ্যাক্সনকে ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292