Geography GK Suggestion (Part-43)

1. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী?
উঃ উত্তর ভারতে

2. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ পশ্চিমবঙ্গে

3. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিসমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উঃ পর্যায়ন

4. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ দ্বাধিক?
উঃ পলিমৃত্তিকা

5. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ আনাইমুদি

6. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে?
উঃ মন্থকূপ

7. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে?
উঃ 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে ৷

8. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী?
উঃ Air India Ltd, যা গঠিত হয়- 1953 সালে ৷

9. ভারতের প্রথম কাগজশিল্প কোথায় গড়ে ওঠে?
উঃ 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ৷

10. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে?
উঃ 1854 সালে বােম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় ৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292