Geography GK Suggestion (Part-48)

1. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণ কে কি বলে?
উঃ পিন-বিন্দু ফটোগ্রাফি

2. ব্যবহারিক ভূগােল শব্দের প্রবক্তা কে?
উঃ এ.জে.হার্বার্টসন।

3. ব্যবহারিক ভূগােলে 'মেগাজিওগ্রাফিক্যাল' শব্দকে ব্যবহার করেন?
উঃ পিটার নংস

4. ভারতে ব্যবহারিক ভূগােলের শুভারম্ভ কোন সালে হয়?
উঃ 1951 এর পর

5. WGS এর সম্পূর্ণ নাম কি?
উঃ World Geographic Society.

6. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি?
উঃ Arc View Software

7. আধুনিক GIS এর সূত্রপাত কব‌ে ঘটে?
উঃ 1964 সালে কানাডায়

8. ভারতে মিথ্যা রং হিসেবে বসতিকে কি রঙে দেখানাে হয়?
উঃ Greenish Blue রঙে

9. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি?
উঃ পিক্সেল

10. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে?
উঃ 1988 সালে

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292