Geography GK Suggestion (Part-51)

1.  কোপেনের জলবায়ু বিভাজনে Aw এর অর্থ কি ?
➥  উষ্ণমন্ডলীয় আর্দ্র-শুষ্ক জলবায়ু

2. বজ্র ঝঞ্ঝা কয় প্রকার
➥  তিন প্রকার

3. ক্যাটেনা ধারণার উদ্ভাবক কে ?
➥  G. Milne (1935)

4. মাটির গ্রথন অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ?
➥  12 ভাগে

5. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?
➥  19%

6. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?
➥  তিনটি

7. আর্দ্রতার ভিত্তিতে থর্ণথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?
➥  নয় টি

8.  ভারতে কয়টি জৈব বৈচিত্র তপ্তবিন্দু রয়েছে ?
➥  4 টি

9. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও
➥  সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জল সিক্ত অংশের মৃত্তিকা

10. রেগোলিথ কোন অঞ্চলে অধিক গঠিত হয় ?
➥  ক্রান্তীয় অঞ্চলে

11. কোন স্তরে প্যান গঠিত হয় ?
➥  সঞ্চয়ন বা B স্তরে

12. গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত ?
➥  সামাজিক বনসৃজন

13. মার্কিন ভূসমীক্ষন উপগ্রহ Geos কোন কর্মসূচীর অধীনে সমীক্ষারত ?
➥  মোনেক্স (MONEX)

14. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি ?
➥  শতকরা

15. মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে ?
➥  কৌশিক জল

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292