Geography GK Suggestion (Part-53)

1. কোন দেশ ভূগােলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর?
➥  জার্মানী

2. ভূগােলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে?
➥  1859 সালে।

3. জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি?
➥  মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত

4. ভারতে ক্ষেত্র বিশেষে বর্ষাকালের স্থায়ীত্ব কাল কত?
➥  1-5 মাস

5. মৌসুমী শব্দের উৎপত্তি কোন মালয়ান শব্দ থেকে?
➥  মনসিন (Monsin)

6. মৌসুমী বায়ুর উৎপত্তিতে 'Aerological Concept' এর প্রবক্তা কে?
➥  জার্মান আবহাওয়াবিদ R.Scherhag (1948)

7. Monex কর্মসূচিতে (1973) ভারতের সঙ্গে যৌথভাবে কোন দেশ কাজ করে?
➥  রাশিয়া

8. 'The Monsoons of the World' নামক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
➥  1958 সালে

9. E1-Nino কোন সামুদ্রিক স্রোতের অবলুপ্তি ঘটায়?
➥  শীতল পেরু বা হামবােল্ড স্রোতের

10. Southern Oscillation কে আবিষ্কার করেন?
➥  স্যার গিলবার্ট ওয়ালকার (1924)

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292