Geography GK Suggestion (Part-54)

1. Indian Meteorological Service এর প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন ?
➥  স্যার গিলবার্ট ওয়ালকার

2. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে কত শতাংশ বৃষ্টিপাত সংঘটিত হয়?
➥  79 শতাংশ

3. জলসেচ কমিশন অনুযায়ী ভারতে কয় প্রকার খরা অঞ্চল দেখা যায়?
➥  দুই প্রকার; ক্ষরা প্রবণ অঞ্চল ও দীর্ঘকালীন ক্ষরা প্রভাবিত অঞ্চল

4. ভারতীয় বনভূমির কত শতাংশ উদ্ভিদ প্রজাতি বহির্গত?
➥  প্রায় 40 শতাংশ

5. ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক চারিত্রিক বৈশিষ্ট সর্বপ্রথম কে উল্লেখ করেন?
➥  Hooker ও Thomson (1855)

6. পাতার প্রকারের ভিত্তিতে ভারতীয় অরণ্যকে কটি প্রধান ভাগে ভাগ করা যায়?
➥  দুটি 

7. অবিভক্ত ভারতে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল প্রথম কে চিহ্নিত করেন?
➥  প্রেইন (Prain,1874)

8. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায়?
➥  5000 প্রজাতির

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292