Geography GK Suggestion (Part-55)

1. স্টেপ, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?
উঃ কোনটিই নয়

2. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয়?
উঃ 1952 সালে

3. The Forest Survey of India কবে স্থাপিত হয়?
উঃ 1981 সালে

4. ICFRE এর সম্পূর্ণ নাম কি?
উঃ Indian Council of Forestry Research and Education.

5. Focal point of Social Forestry and Eco-rehabilation কোথায় অবস্থিত?
উঃ এলাহাবাদে

6. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত?
উঃ 13 টি

7. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উঃ পারাদ্বীপ

8. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?
উঃ মহারাষ্ট্রে (48টি )

9. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?
উঃ জওহরলাল নেহেরু বন্দর

10. নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত?
উঃ পশ্চিম উপকূলে


11. ডলফিন নােজা অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত?
উঃ বিশাখাপত্তনম বন্দর

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292