Geography GK Suggestion (Part-56)

1. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয়?
উঃ পেট্রোলিয়াম

2. National Shipping Board কবে গঠিত হয়?
উঃ 1958 সালে

3. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি?
উঃ কোচিন

4. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি?
উঃ পাের্টব্লেয়ার

5. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত?
উঃ 5 টি

6. কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত?
উঃ হাজারীবাগ জেলায়

7. দামােদর পরিকল্পনা কোন বৈদেশিক নদী পরিকল্পনার আদলে নির্মিত?
উঃ টেনেসি পরিকল্পনা

8. নর্মদা সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ রাজ্যে

9. মাচকুঁদ পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা?
উঃ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292