Geography GK Suggestion (Part-57)
1.পারম্বিকুলাম পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা?
উঃ তামিলনাড়ু ও কেরালার
2. THDC এর সম্পূর্ণ নাম কি?
উঃ Tehri Hydro-Dam Corporation
3. Tehri Hywo-Dam Corporation কবে গঠিত হয়?
উঃ 1989 সালে
4. উদ্ভিদকুলের গঠনের ভিত্তিতে ভারতকে কি নামে অভিহিত করা হয়?
উঃ মিনি-পৃথিবী
5. জে.ডি. হুকার (1907) ভারতকে কয়টি উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেন?
উঃ নয়টি
6. রাখ (Rakh) কি?
উঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম
7. 'থর'(Thar) কি?
উঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত বালিয়াড়ি গুল্ম রাজপুতনায় থর নামে পরিচিত
8. পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগােলিক অঞ্চল কটি উপঅঞ্চলে বিভক্ত?
উঃ তিনটি।
9. তরাই অঞ্চলে কোন উপ উদ্ভিদ অঞ্চল বিকশিত হয়েছে?
উঃ ক্রান্তীয় উষ্ণ উদ্ভিদ অঞ্চল
10. ভারতে কয়টি পরিবারের দ্বিবীজপত্রী উদ্ভিদ উপস্থিত?
উঃ 140 টি
উঃ তামিলনাড়ু ও কেরালার
2. THDC এর সম্পূর্ণ নাম কি?
উঃ Tehri Hydro-Dam Corporation
3. Tehri Hywo-Dam Corporation কবে গঠিত হয়?
উঃ 1989 সালে
4. উদ্ভিদকুলের গঠনের ভিত্তিতে ভারতকে কি নামে অভিহিত করা হয়?
উঃ মিনি-পৃথিবী
5. জে.ডি. হুকার (1907) ভারতকে কয়টি উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেন?
উঃ নয়টি
6. রাখ (Rakh) কি?
উঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম
7. 'থর'(Thar) কি?
উঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত বালিয়াড়ি গুল্ম রাজপুতনায় থর নামে পরিচিত
8. পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগােলিক অঞ্চল কটি উপঅঞ্চলে বিভক্ত?
উঃ তিনটি।
9. তরাই অঞ্চলে কোন উপ উদ্ভিদ অঞ্চল বিকশিত হয়েছে?
উঃ ক্রান্তীয় উষ্ণ উদ্ভিদ অঞ্চল
10. ভারতে কয়টি পরিবারের দ্বিবীজপত্রী উদ্ভিদ উপস্থিত?
উঃ 140 টি
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292