Geography GK Suggestion (Part-58)

1. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ কলসুবাই(1646 মিটার)।

2. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উঃ মেঘালয়

3. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উঃ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

4. "কচ্ছ" শব্দের অর্থ কী?
উঃ জলাময় দেশ

5. "Sky River " নামে কোন নদী পরিচিত?
উঃ ব্রহ্মপুত্র

6. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
উঃ তাওয়াই

7.ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত "মশানজোড়" বাঁধ কে "কানাডা বাঁধ" বলা হয় কেন?
উঃ 1954-55 সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ

8. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উঃ কেরালার কোলাম জেলাতে।

9. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উঃ Kunchikal Falls(455 মিটার), Masthikatte , Shimoga area , Karnataka

10. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ 2007 সালের 15 অক্টোবর, অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়

11. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ হনুলুলুতে

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292