Group D 11th October Exam Paper 2018 – 1st+2nd+3rd Shift

১. বঙ্গভঙ্গ কবে হয়েছিল ?
= 1905 সালে

২. 17 তম লোকসভা এর ভোট কবে হবে ?
= 2019 সালে

৩. অ্যাক্সিস ব্যাংকের সিইও এর নাম কি ?
= অমিতাভ চৌধুরী

৪. কানারা ব্যাঙ্ক এর সিইও এর নাম কি ?
= রাকেশ শর্মা

৫. 2017 সালে আমির খান কোন সিনেমার জন্য পুরস্কার জিতেছিলেন ?
= দঙ্গল

৬. ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাওয়ার্ড 2017 কে পেয়েছেন ?
= বিরাট কোহলি

৭. জাদুবেন্দ্র চহল কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ক্রিকেট

৮. GIFT সিটি কোন রাজ্যে তৈরি হচ্ছে ?
= গুজরাট

৯. লোকসভার অধ্যক্ষ কে ?
= সুমিত্রা মহজন 

১০. পিয়ং ইয়াং কোন দেশের রাজধানী ?
= উত্তর কোরিয়া

১১. শিফটিং কাল্টিভেশন এর অপর নাম কি ?.
= সুইডেন এগ্রিকালচার

১২. 1928 সালের দেবদাস ফিল্মের নির্দেশক কে ছিলেন ?
= নরেশ মিত্র

১৩. সঞ্জু সিনেমার ডিরেক্টরের নাম কি ?
= রাজকুমার হিরানি 

১৪. পেট্রোলিয়াম কি ?
= প্রাকৃতিক সম্পদ 

১৫. CNG এর পুরো কথা কি ?
= কম্প্রেসড ন্যাচারাল গ্যাস 

১৬. দক্ষিণ ভারতের কোন অভিনেতা সম্প্রতি রাজনীতিতে পা রেখেছেন ?
= কামাল হাসান

১৭. অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের নাম কি ?
= ই এস এল নারসিমান । 

১৮. 52 তম জ্ঞানপীঠ পুরস্কার 2016 কে পেয়েছেন ?
= শঙ্খ ঘোষ

১৯. নীতি আয়োগ এর উপাধ্যক্ষ কে ?
= রাজীব কুমার

২০. মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন ?
= 24 তম 

২১. মিড ডে মিল যোজনা কবে শুরু হয়েছিল ?
= 1995 সালে 

২২. বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় ?
= 1995 সালে

২৩. 90 গ্রাম জলে মোট কত মোল জল আছে ?
= 5 মোল 

২৪. কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,6 ?
= সালফার

২৫. ল্যান্থানাইড মৌল গুলোর পারমাণবিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত হয় ?
= 58 থেকে 71

২৬. ভারতীয় সংসদের মোট কতগুলো অঙ্গ আছে ?
= 3 টি

২৭. নেসলে এর সিইও এর নাম কি?
= পল বাল্ক

২৮. এমন একটি মৌলের নাম বল যার মধ্যে 6 টি কার্বন আছে এবং 6 টি হাইড্রোজেন আছে ?
= বেঞ্জিন

২৯. মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ?
= ত্বক

৩০. 5, 18, 44, 83, ?
= 135

৩১. গোলাপ : ফুল :: আম : ?
= ফল

৩২. পুস্তক : পুস্তকালয় :: ঐতিহাসিক তলোয়ার : ?
= সংগ্রহালয়

৩৩. F, I, L, O, ?
= R

৩৪. এদের মধ্যে কোনটি আলাদা ?

9, 25, 36, 53

= 53

৩৫. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
= রঞ্জন গোগোই

৩৬. গঙ্গোত্রী মিশন কোথা থেকে শুরু হয়েছে ?
= উত্তর কাশি

৩৭. অ্যাটর্নি জেনারেলের নাম কি ?
= কেকে ভেনুগোপাল

৩৮. 2017 সালে আইফা অ্যাওয়ার্ড কে জিতেছেন ?
= শাহিদ কাপুর

৩৯. ছাপার মেলা কোন রাজ্যে হয় ?
= পাঞ্জাব

৪০. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
= 1526 সালের 21 এপ্রিল

৪১. দঙ্গল সিনেমার প্রধান চরিত্রের নাম কি ?
= আমির খান

৪২. পেরুতে ভারতের অ্যাম্বাসিডর কে ?
= সন্দীপ চক্রবর্তী

৪৩. কার্বন মনো অক্সাইড এর আণবিক মান কত ?
= 30

৪৪. ত্বরণের একক কি ?
= m/s2

৪৫. বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে ?.
= নাইট্রোজেন বা আর্গণ

৪৬. রেটিনাতে প্রতিবিম্ব কেমন হয় ?
= উল্টো হয়

৪৭. দর্পণ এর সূত্র কি ?
= 1/v + 1/u = 1/f

৪৮. 45, 48, 51, 54, ??
= 57

৪৯. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
= ইন্দিরা পয়েন্ট

৫০. আইপিএলে কোন অধিনায়ক সর্বাধিক 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন ?
= রোহিত শর্মা

৫১. HCL এর চেয়ারম্যানের নাম কি ?
= শিব নাডর

৫২. 2017 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কে ?
= দঙ্গল

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292